ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পিছনে চলন্ত ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় এই ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের একজন ট্রাকচালকের সহকারী। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। অপরজন ভ্যানচালক মিলন মিয়া (২৪)। তিনি ত্রিশাল উপজেলার ধানীখলা গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।
ওসি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে বালু বোঝাই একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিলো। এসময় ঢাকাগামী অপর একটি ট্রাক দাড়ানো ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে চলন্ত পাশেই একটি ভ্যান গাড়িতে ধাক্কা লাগে। এতে ভ্যানচালক ও ধাক্কা দেওয়া ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ও ট্রাক দুটি জব্দ করে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।