ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নাজমা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ মার্চ) দুপুর ২টায় মিরসরাই উপজেলার ধুমঘাট আজমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম।
দুর্ঘটনার সময় তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। রেলওয়ে পুলিশ ধারণা করছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
রেলওয়ে পুলিশ জানায়, নিহত নারী মানসিক ভারসাম্যহীন। বুধবার দুপুরে দুর্ঘটনার সময় তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। তখন ঢাকা থেকে সকালে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে দুপুর ২টায় কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করে।
এসআই খোরশেদ আলম জানান, ধুমঘাট রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে নাজমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। তবে এ দুঘর্টনায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।