কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পুড়ে ছাই হয়ে গেছে ৪ সহোদরের বসতঘর।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯ টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক।
চার সহোদর হলেন- উপজেলার মাতারবাড়ির উত্তর সিকদার পাড়ার আলী আকবরের ছেলে কাইছার, জাহাঙ্গীর, আবুল কাসেম ও নুরুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা সাইফুল জানান, আগুন আগুন বলে চারিদিকে হইচই পড়লে আমরা দৌড়ে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু এরইমধ্যে তাদের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষনিক কেউ জানাতে পারেনি।
আগুন লাগার পর বাড়ি থেকে কোন কিছু বের করতে পারেনি বরং আগুনে পুড়ে ঘরের সমস্ত মূল্যবান জিনিস ছাই হয়ে গেছে। পাশাপাশি ৩টি ছাগলও পুড়ে মারা গেছে।