ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

মাতারবাড়ীতে আগুনে পুড়ে ছাই হলো ৪ বসতঘর

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পুড়ে ছাই হয়ে গেছে ৪ সহোদরের বসতঘর।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯ টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক।

চার সহোদর হলেন- উপজেলার মাতারবাড়ির উত্তর সিকদার পাড়ার আলী আকবরের ছেলে কাইছার, জাহাঙ্গীর, আবুল কাসেম ও নুরুল ইসলাম।

আরও পড়ুন  বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারালেন 'গণমাধ্যম' কর্মী

স্থানীয় বাসিন্দা সাইফুল জানান, আগুন আগুন বলে চারিদিকে হইচই পড়লে আমরা দৌড়ে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু এরইমধ্যে তাদের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষনিক কেউ জানাতে পারেনি।

আগুন লাগার পর বাড়ি থেকে কোন কিছু বের করতে পারেনি বরং আগুনে পুড়ে ঘরের সমস্ত মূল্যবান জিনিস ছাই হয়ে গেছে। পাশাপাশি ৩টি ছাগলও পুড়ে মারা গেছে।

আরও পড়ুন  ছাত্রলীগ নেতাকে পেটালেন যুবলীগ নেতা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ