মাদারীপুরের শিবচরে এক ইতালি প্রবাসীর স্ত্রীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘর থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
মৃত গৃহবধূর নাম আকলিমা আক্তার। তিনি উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের শাহালম ফকিরের স্ত্রী। সে এক সন্তানের জননী।
ওসি আনোয়ার হোসেন বলেন, রাতে আকলিমা আক্তার তার মেয়ে সাদিয়াকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। সকালে সাদিয়া অন্য বিছানায় মাকে দেখতে পায়। মাকে অনেক ডাকাডাকি করলেও ঘুম না ভাঙ্গায় পাশের বাড়ির লোকদের ডেকে আনে। প্রতিবেশীরা গৃহবধূকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আনোয়ার হোসেন বলেন, ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।