ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মা’র হাতে প্রতিবন্ধী মেয়ে খুন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সুনামগঞ্জে পৌর শহরের হাজিপাড়া আবাসিক এলাকায় প্রতিবন্ধী মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুনের ঘটনায় মাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ওই এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতের নাম- আছিয়া বেগম (৫৫)। তিনি নিহতের মা।

পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ জানান, বুধবার সকালে হাজিপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা আসি। প্রাথমিকভাবে জানা যায়, মেয়েটি (২১) প্রতিবন্ধী ছিল। করোনায় মেয়েটির বাবা মারা গেছেন।

আরও পড়ুন  ঈদ হোক আনন্দময় এবং স্বস্তির: টিআই আলমগীর

তিনি জানান, মা প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন। হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করছিলেন, মানসিক কষ্ট থেকেই এমনটি ঘটাতে পারেন। নিহতের মাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ