ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙামাটি বিআরটিএ অফিসে দুদকের অভিযান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধনে অনিয়ম ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙামাটি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করেছে।

দুদকের অভিযান সূত্রে জানা গিয়েছে, রাঙামাটি জেলা শহরে সিএনজিচালিত অটোরিকশার নতুন নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও বাড়তি অর্থ নেওয়ার অভিযোগে অভিযানে নামে দুদক। অভিযানে দুদক সদস্যরা লুঙ্গি পরে সাধারণ মানুষের মতো সেবাপ্রার্থী হিসেবে সেবাগ্রহণের জন্য কার্যালয়ে আসে। পরে দুদকের অন্যসদস্যরা এসে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন  প্রাইভেটকারের ওপর লরি চাপা, অবিশ্বাস্য হলেও সত্যি বেঁচে গেল ৫ যাত্রী

অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক আকিব রায়হান। কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তারা অভিযানে এসেছেন। অভিযানে বিভিন্ন নথি ও সামগ্রিক বিষয়ে খোঁজ নিয়ে তারা বেশকিছু অনিয়মের ক্লু পেয়েছেন বলে জানান। তবে অফিসিয়ালি কোনো মন্তব্য করতে চাননি দুই সহকারী পরিচালক।

আরও পড়ুন  সাংবাদিক নাদিম হত্যাকান্ডের মুলহোতা বাবু চেয়ারম্যান গ্রেফতার

প্রসঙ্গত, আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটিতে অভ্যন্তরীণ যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা। একমাত্র বাহনের কারণে অটোরিকশাই রাঙামাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ যানবাহন। তবে সাম্প্রতিক সময়ে শহরে অটোরিকশা পরিমাণ বাড়ার নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নিবন্ধনের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে চালকদের।

ট্যাগঃ

আলোচিত সংবাদ