ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে যুবক নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাঙ্গামাটির বনরূপায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইযারুল রাব্বী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বনরূপা ফরেস্ট রোড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ইযারুল বাসা থেকে বের হয়ে সে আর বাসায় ফেরেনি। ভোরে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  কর্মদক্ষতা মূল্যায়নে পুরস্কৃত হলেন ট্রাফিক উত্তর বিভাগের ১০ পুলিশ সদস্য

নিহত ইযারুল প্রায়ই রাতে বাসার বাইরে থাকতো। ধারণা করা হচ্ছে, কারও সঙ্গে বিবাদের কারণে তাকে হত্যা করা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, গতকাল দুপুরে বাসা থেকে সে (রাব্বী) বের হয়, সারাদিন খোঁজ না পাওয়ায় মা রাত ১টায় ফোন করে কখন বাসায় ফিরবে জানতে চায়, তখন সে মাকে কী উত্তর দিয়েছিল সেটি এখনও জানা সম্ভব হয়নি। যতটুকু জেনেছি, ভোর পাঁচটার দিয়ে বনরূপায় কারও সঙ্গে তার ঝগড়া হয়। এরপর কবরস্থানের একটু আগেই তার মরদেহ পাওয়া যায়। কার সঙ্গে ঝগড়া হয়েছে সে তথ্য আমরা এখনো পাইনি।

আরও পড়ুন  ফটিকছড়িতে ভোট শেষে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা

মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

ট্যাগঃ