ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে ছুরিকাঘাতে নিহত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। গত ২৩ ফেব্রুয়ারি তিনি জেল থেকে জামিনে বের হন বলে জানা গেছে।

শুক্রবার (৩ মার্চ) সকাল ৭টায় কাউয়ারখোপ ইউনিয়নের কানা রাজার গুহার সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক।

আরও পড়ুন  বহদ্দারহাট-চান্দগাঁও আবাসিক এলাকায় এডিস মশার লার্ভা শনাক্ত

নিহত হাবিব উল্লাহ (২৫) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, নিহত হাবিব উল্লাহর মাথা, পেট, বুকসহ বিভিন্ন স্থানে ৬টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে মনে হচ্ছে।

নিহত হাবিব উল্লাহর বাবা নুরুল ইসলাম ও বড়ভাই মো. আবদুল্লাহ জানিয়েছেন, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন তারা।

আরও পড়ুন  ঢাকার শেওড়াপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও ভাতিজা গ্রেপ্তার

জানা গেছে, নিহত হাবিব উল্লাহ ২০১৮ সালে সংগঠিত আবদু শক্কুর হত্যা মামলার আসামি ছিলেন। এ মামলায় ২ মাস কারাভোগ শেষে গত ২৩ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নির্মমভাবে কুপিয়ে এ যুবককে হত্যা করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা বের করতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন  'টাকা দিয়ে ওসি পদে বসার' সংবাদ মিথ্যা, দাবি সিএমপি'র

ট্যাগঃ

আলোচিত সংবাদ