ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

রামুতে বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত ১ আহত ৮

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের রামু উপজেলায় বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা মহিলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ গনি (৩০) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইজিবাইকের (টমটম) যাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম অভিমুখী বাস মারছা’র সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইজিবাইকের যাত্রী গনিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  চান্দগাঁও মোহরা থেকে নিখোঁজ শিশু হাটহাজারীর ছিপাতলীতে উদ্ধার

রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদিন জানান, সোমবার সকালের দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের (২৪) অবস্থা সংকটাপন্ন। তিনি রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ