কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীর জন্য হাওরের ২৩ জাতের মাছের ব্যবস্থা করেছেন রাষ্ট্রপতি।
এছাড়াও থাকবে- রাজহাঁস, পাতিহাঁস মাংস, মুরগি, খাসি ও গরুর মাংসের নানা পদ। সেই সঙ্গে থাকবে অষ্টগ্রামের বিখ্যাত পনির ও পিঠা।
এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির জ্যেষ্ঠ পুত্র স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক।
জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মিঠামইনে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে সেনানিবাসের উদ্বোধন ও পতাকা উত্তোলন করবেন তিনি। এরপর তিনি যাবেন রাষ্ট্রপতির কামালপুর গ্রামের বাড়িতে। সেখানে মধ্যাহ্নভোজ শেষে যোগ দেবেন সুধী সমাবেশে।
প্রধানমন্ত্রীর মিঠামইনে আসা উপলক্ষে গতকাল সোমবার বিকেলে মিঠামইনে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমি যতবার টুঙ্গিপাড়ায় গিয়েছি ততবার বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রিসিভ করেছেন। আমিতো রাজনীতিতে নাই। কারণ আমি রাষ্ট্রপতি। কালকে এখানে মিটিং হবে। যেহেতু প্রধানমন্ত্রী কালকে মিঠামইনে আসতেছেন এবং আমার বাড়িতেও আসবেন। এতদিন উনার বাড়িতে গেলে তিনি আমাকে রিসিভ করেছেন। তাই এখন উনাকে রিসিভ করতেই আমি বাড়িতে আসছি।