ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে আবারও দূর্বৃত্তের গুলিতে নিহত ১

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আবারও অজ্ঞাত দূর্বৃত্তের গুলিতে আবদুর রশিদ নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ।

নিহত রশিদ উখিয়ার কুতুপালং ৮ নম্বর ক্যাম্পের আবুল বশরের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন  দক্ষিণ চট্টগ্রামের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ জানান৷ সকাল আটটার দিকে ৮ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ব্লকে কিছু সন্ত্রাসী স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধারে করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন  ভালোবাসা দিবসে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, পরবর্তীতে তরুণীকে হত্যা; অবশেষে গ্রেপ্তার

ট্যাগঃ