ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নে মজিদার পাড়ায় আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলা সদরের খান মোহাম্মদ সিকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কন্ট্রোলার পঙ্কজ পাল।

ক্ষতিগ্রস্তরা হলেন- মাওলানা নুরুল ইসলাম, নুরুল আজিম, মো. রফিক মো. জিয়াবুল, আবদুল মজিদ, তৌহিদুল ইসলাম, মো. আইয়ুব।

আরও পড়ুন  চিকনদণ্ডীতে মুখোশধারী দুর্বৃত্তের হানা, গোলাগুলিতে আহত ৮

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছবুর বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ঘরের চারিদকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ততক্ষণে আগুনে বাড়ির ঘর পুড়ে যায়। আগুনে বাড়ির মালামাল কিছুই রক্ষা করতে পারেনি। ঘরসহ এতে পরিবারের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন  ছেলের পাশে শায়িত হলেন দেলাওয়ার হোসাইন সাঈদী

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কন্ট্রোলার পঙ্কজ পাল বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ২ লাখ টাকার মতো হতে পারে। তবে ৪ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করা হয়েছে।

ট্যাগঃ