ঢাকা, মঙ্গলবার - ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় আবারও সড়ক দুর্ঘটনা, আহত চালক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় ১২ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১১ টার দিকে চুনতি বাজার এলাকায় যাত্রীবাহী মারছা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারছা পরিবহনের চালত মো. আবদুল মুজিব (৪২) গুরুতর আহত হন।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় দিকে একই মহাসড়কের চুনতি মিঠার দোকান এলাকায় মিনি ট্রাক- বাস সংঘর্ষে চালক ও হেলপার আহত হন।

আরও পড়ুন  চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর: ছাত্রলীগ নেতা রনিসহ আসামি ২৫০

দোহাজারী হাইওয়ে থানার এএসআই রহমান জানান, সকালে চট্টগ্রামমুখি মারছা পরিবহনের সাথে বিপরীত মুখি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের আংশে দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনায় মারছা পরিবহন চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।

ট্যাগঃ