ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে আহত দুই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মালবাহী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় উপজেলার চুনতি ইউনিয়নের মিঠার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিনিট্রাক চালক মোহাম্মদ মাহাবুব (৩৮) ও হেলপার মোহাম্মদ মিজান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে মিঠার দোকান এলাকার আরকান সড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস ও কক্সবাজার অভিমুখী মালামালবাহী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিট্রাক চালক ও হেলপার আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ট্রাকচালক মাহাবুবের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন  চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের নিয়ন্ত্রণ নিল ছাত্র শিবির

বিষয়টি নিশ্চিত করে চুনতি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রুবেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আহতদের উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ