ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

লোহাগাড়ার চুনতিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. মফিজ নামে এক জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের মিঠার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মফিজ ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক সহকারি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে।

আরও পড়ুন  চাঁদাবাজির অভিযোগে 'বিএনপি নেতা কিং আলী' গ্রেপ্তার

দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। নিহতের মরদেহ তাদের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ট্যাগঃ