শঙ্খনদীর বাঁশখালী অংশে হরিপদ ঘোষ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পুকুরিয়া ইউনিয়নের উত্তর পুকুরিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামদাসহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সোলাইমান।
নিহত হরিপদ ঘোষ আনোয়ারা উপজেলার পরৈকড়ার নয়নতারা গ্রামের সারদা চরণ ঘোষের ছেলে।
মো. সোলাইমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরিয়া ইউনিয়নের উত্তর পুকুরিয়ায় শঙ্খনদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছেন। সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি হরিপদ ঘোষ। এদিন তার পরিবারের সদস্যরা নিখোঁজ সংক্রান্তে আনোয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।