ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ভাই-বোন নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বগুড়ার শিবগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রী ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় বোনের স্বামী হুমায়ূন আহত হয়েছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- সিয়াম ও তার বোন কুহেলী আক্তার। তারা লালমনিরহাটের বাসিন্দা। হুমায়ূন বরিশাল জেলার হিজলা উপজেলার হোসেন আহম্মেদের ছেলে।

আরও পড়ুন  বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই রাসেল আহম্মেদ জানান, প্রাইভেটকারে হতাহতরা ছিলেন। তারা রংপুরের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসআই রাসেল আরও জানান, পরে তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক সিয়াম ও কুহেলীকে মৃত ঘোষণা করেন। আর হুমায়ূনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন  শিবপুর উপজেলা চেয়ারম্যানকে বাসায় ঢুকে গুলি

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত কার ও ট্রাক পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

ট্যাগঃ