ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

শিলাবৃষ্টির পূর্বাভাস

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন ইসি মো. আলমগীর

এদিকে, বৃহস্পতিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কমেছে।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ৬৪ মিলিমিটার। দেশের অন্যত্রও বৃষ্টি হয়েছে। এর মধ্যে চাঁদপুরে ৪২ মিলিমিটার, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সিরাজগঞ্জের তাড়াশে ২৬ মিলিমিটার, নওগাঁর বদলগাছিতে ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন  দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় এ সময় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ট্যাগঃ

আলোচিত সংবাদ