ঢাকা, মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিশুপুত্রকে হত্যার অভিযোগে আটক বাবা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পারিবারিক কলহের জের ধরে ২২ মাসের একমাত্র শিশুপুত্রকে আছাড় মেরে হত্যা করায় রিকশাচালক বাবাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুপুত্র রায়হানকে (২২ মাস) হত্যার অভিযোগে আটক বায়েজিদ কিশোরগঞ্জের তারাইল উপজেলার বাসিন্দা। কাফরুল থানার ইব্রাহিমপুরের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন তিনি।

আরও পড়ুন  চট্টগ্রামে পূজা কমিটির নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিহত শিশুর পরিবার ও পুলিশ জানায়, পারিবারিক কলহ থেকে বেলা আনুমানিক সাড়ে বারোটার দিকে শিশুপুত্র রায়হানকে আছাড় দেয় বাবা বায়েজিদ। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্বজনরা শিশুটির মরদেহ বাসায় নিয়ে যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, খবর শুনে ভাড়া বাসা থেকে বিকেল তিনটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  বোয়ালখালীতে এগিয়ে 'কেটলি' প্রতীকের ছালাম

নিহত শিশুর মা মাহমুদা বাদি হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করছেন বলেও জানান মাহমুদুল হাসান।

ট্যাগঃ

আলোচিত সংবাদ