রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী একটি জিপ খাদে পড়ে ফারদিন হাছান বিশাল (৩৫) নামে এক ট্যুরিস্ট গাইড নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। তাদের ভর্তি করা হয়েছে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শুক্রবার (৩ মার্চ) বিকেল ৫টায় কংলাক পাহাড় থেকে ফেরার পথে খাসরাং রিসোর্টের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম।
নিহত ফারদিন হাছান বিশাল ‘ভ্রমণ কাব’ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত। তার বাড়ি ঢাকার শ্যামপুরে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আলম বলেন, শুক্রবার বিকেল ৫টায় কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে এই ঘটনায় ঘটনাস্থলেই ফারদিন হাছান বিশাল নামে এক ট্যুরিস্ট গাইড নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
তিনি আরও বলেন, আহত ৭ জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এখনো উদ্ধার তৎপরতা চলছে। তৎক্ষানিক বাকি পর্যটকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।