ঢাকা, বৃহস্পতিবার - ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে আগুন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নরসিংদীর রায়পুরায় উপজেলার দৌলতকান্দি রেলস্টেশন এলাকায় ট্রেনটি আসার পর এ ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিন ঘণ্টা পর অন্য একটি ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন  আসন্ন সংসদ নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পুলিশ: আইজিপি

ট্রেনের চালক এম এইচ হাজারী বলেন, সকাল ৬টা ১২ মিনিটে দৌলতকান্দি স্টেশনে পৌঁছার আগেই ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান রেলের কর্মচারী ও কর্মকর্তারা। এর কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীর এসে পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বড় কোনো ক্ষয় ক্ষতি হয়নি।

দৌলতকান্দি রেলস্টেশনের মাস্টার সামসুল হক বলেন, রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা ১০ নম্বর মেইল আপ ট্রেনটি সকালে দৌলতকান্দি রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে। পরে ট্রেনটি থামিয়ে চালক ও কর্মচারীরা পানি দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে রায়পুরা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  শিবির ক্যাডার 'ঢাকাইয়া আকবর' ফের গ্রেপ্তার

আখাউড়া থেকে অন্য একটি ইঞ্জিন এনে প্রায় তিন ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি জানান সামসুল হক।

ট্যাগঃ

এ বিভাগের আরও

সর্বশেষ