চট্টগ্রামের হাটহাজারিতে ট্রাকের ধাক্কায় সুজন কুমার দেব (৫৩) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে হাটহাজারি- নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সরোয়ার।
নিহত সুজন কুমার দেব ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাট সিংহরিয়া গ্রামের মৃত মনিন্দ্র কুমার দেবের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে ফটিকছড়ি থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে হাটহাজারির দিকে আসছিল। পথিমধো চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সুজন কুমার দেব নিহত হয়।
খবর পেয়ে হাটহাজারি ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করে।