ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হালিশহরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে হালিশহর  এ ব্লক মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জিসানুল হক সামি (১৯) হালিশহর বিশ্বরোড নয়াবাজার এলাকার গ্রিনভিউ এলাকার বাসিন্দা। সামি নেভী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

হালিশহর থানার এসআই মো. পারভেজ জানান, ব্যাটারি রিকশা মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী জিসানুল হক জিসান ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন  মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত সামির বন্ধু শাহাদাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানান মো. পারভেজ।

ট্যাগঃ