চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে হালিশহর এ ব্লক মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জিসানুল হক সামি (১৯) হালিশহর বিশ্বরোড নয়াবাজার এলাকার গ্রিনভিউ এলাকার বাসিন্দা। সামি নেভী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
হালিশহর থানার এসআই মো. পারভেজ জানান, ব্যাটারি রিকশা মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী জিসানুল হক জিসান ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত সামির বন্ধু শাহাদাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানান মো. পারভেজ।