ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হিমছড়ি থেকে বিদেশি সিগারেট উদ্ধারসহ পিকআপ জব্দ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের মেরিন ড্রাইভের হিমছড়ি চেকপোস্ট বিপুল পরিমাণ বিদেশি সিগারেট এবং বিদেশি সাবানসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।

রবিবার (২ এপ্রিল) রাতে টেকনাফ থেকে কক্সবাজারে অবৈধ সিগারেট ও বিদেশি সাবান পাচারকালে একটি পিকআপ আটক করে হিমছড়ি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়।

এসময় পিকআপের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পলাতকরা হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে পশ্চিম ধুরুংখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আবছার ও একই গ্রামের আব্দুস সালামের পুত্র মোহাম্মদ ফেরদৌস।

আরও পড়ুন  কিশোরগঞ্জে হাওরে ডুবে নিখোঁজ আবিদুর'র লাশ উদ্ধার

ফাঁড়ির ইনচার্জ হিমেল রায় জানান, চেকপোস্ট কক্সবাজারগামী পিকআপ গাড়িটি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। তখন গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে জব্দকৃত সিগারেট ও বিদেশি সাবান উদ্ধার করে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়।

আরও পড়ুন  শীর্ষ সন্ত্রাসী কুত্তা সেলিম আটক

তিনি আরও জানান, পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগঃ