কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫।
শনিবার (২৫ মার্চ) র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
আটককৃত হলেন উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প -১ ওয়েস্ট এর বাসিন্দা নুর সালামের ছেলে আলী জোহার (৩৪)। আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।