ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারে হোটেলের কক্ষ থেকে শারমিন আক্তার (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের আল মারওয়া নামে আবাসিক হোটেলের ১৩১ নম্বর কক্ষ থেকে এ তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার (ওসি) তদন্ত মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

হোটেলের নিবন্ধন সূত্রে জানা যায়, নিহত তরুণী শারমিন আক্তারের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা। তার বাবার নাম মহসিন শেখ।

আরও পড়ুন  অধ্যক্ষের কক্ষে ঢুকে অধ্যাপককে মারধর করলেন ছাত্রলীগ নেতা

মো. নাজমুল হুদা জানান, মঙ্গলবার (১৪ মার্চ) শারমিন আক্তার নামে এক তরুণী হোটেল আল-মারওয়ার ১৩১ নম্বর কক্ষে উঠেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় জানালে পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

তরুণীর স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি এবং বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি জানান পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন  সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় ৩ পুণ্যার্থীর মৃত্যু

ট্যাগঃ

আলোচিত সংবাদ