সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের মামলায় পরিচালক পারভেজ হোসেনকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়ায় দায়িত্বে থাকা এসআইয়ের কৈফিয়ত তলব করেছে শিল্প পুলিশ।
বুধবার (১৫ মার্চ) সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ হোসেনকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে।
একজন ব্যবসায়ীকে হাতকড়া লাগানোর পরও কোমরে দড়ি বাঁধার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসে শিল্প পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সুলাইমানেরও।
বুধবার রাতেই ওই ব্যবসায়ীকে আদালতে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা এসআই অরুন কান্তি বিশ্বাসের কাছ থেকে কৈফিয়ত তলব করা হয়। শিল্প পুলিশ চট্টগ্রাম ইউনিটের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি হয়েছে।
ওই আদেশে বলা হয়, অরুন কান্তি বিশ্বাস স্কটের ইনচার্জ ছিলেন। তিনি নিজের খেয়ালখুশি মতো একজন আসামিকে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করেছেন। এতে জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এছাড়া এটি কর্তব্য কাজে অবহেলা, অদক্ষতা ও বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধের শামিল। এ অবস্থায় তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না তা ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে একতরফা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অপরাধী হিসেবে আচরণ না করা এবং আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া আটক বন্দিদের মানবাধিকার। যেকোনো বন্দির প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন, অপমানজনক আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন। বন্দি নাগরিকদের প্রতি সদাচরণ প্রদর্শন করতে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।