ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক রেস্টুরেন্টে, বাবুর্চি আহত প্রাণ গেলো কিশোরের

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের চকরিয়ার হারবাং পেট্রোল পাম্প এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে মো. ওসমান গনি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় মো. ইসমাইল (৩২) নামে রেস্টুরেন্টের এক বাবুর্চিও গুরুতর আহত হন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।

আরও পড়ুন  শ্রমিক সংগঠনের নামে পরিবহনে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

নিহত কিশোর নিউ হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড বিরানি হাউসের কর্মচারী। নিহত কিশোর ও আহত বাবুর্চি হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা গ্রামের বাসিন্দা।

ইমন কান্তি চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেস্টুরেন্ট থেকে হোটেল কর্মচারীর মরদেহ ও আহত বাবুর্চিকে উদ্ধার করা হয়। আহতকে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আমরা পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন  কোন প্রাণীর মাংস রান্না করেন জানেন না ঢাকা বিরিয়ানি হউস

ট্যাগঃ