ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে শিশু আয়নি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে শিশু আবিদা সুলতানা আয়নিকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩১ মার্চ) জুমার নামাজ শেষে পাহাড়তলী সাগরিকা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গ্রেপ্তার মো. রুবেলের দ্রুত বিচারের দাবি জানান তারা।

কোনো আইনজীবী যেন আদালতে খুনির পক্ষে না দাঁড়ান, এমন আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন  পতেঙ্গায় লরির ধাক্কায় শিশুসহ প্রাণ গেল ২ জনের

অংশগ্রহণকারীদের একজন কাজী মো. রবিউল হোসেন বলেন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠন অনির্ধারিতভাবে এই মানববন্ধন করেছে। এতে সহস্রাধিক মানুষ অংশ নিয়েছে। আশা করছি রুবেলের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়বে না। আমরা অবিলম্বে তার বিচার চাই।

২১ মার্চ পাহাড়তলী থানার কাজীর দীঘি এলাকা থেকে নিখোঁজ হয় আঁখি মনি। আট দিন পর গত বুধবার ভোরে পাহাড়তলী থানার মুরগির ফার্ম এলাকার একটি ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পিবিআই। ওই দিন দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, ২১ মার্চ বিকালে বিড়াল দেওয়ার কথা বলে এলাকার একটি ফাঁকা বাসায় নিয়ে আঁখি মনিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মো. রুবেল নামের এক সবজি বিক্রেতা।

আরও পড়ুন  নবীকে কটূক্তি, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা; মহাসড়ক অবরোধ

হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মো. রুবেল।

ট্যাগঃ