ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চসিক প্রকৌশলীর ওপর হামলা: প্রতিবাদে রূপগঞ্জে এলজিইডি কর্মচারীদের মানববন্ধন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা মুড়াপাড়া কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে রূপগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

আরও পড়ুন  চট্টগ্রামে 'মামলা বাণিজ্য' নিয়ে পুলিশের সতর্কবার্তা

মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে লাঞ্ছনাকারী দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ আজীবন কালো তালিকাভুক্ত করাসহ সারা দেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের ওপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করার দাবিও জানায় তারা।

বক্তারা আরও বলেন, এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘ্ন রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্বক্ষণিক গানম্যান দিতে হবে। নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ারও দাবি জানান তারা।

আরও পড়ুন  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকৌশলীদের এ মানববন্ধনে সংহতি জানিয়েছে প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

ট্যাগঃ

আলোচিত সংবাদ