ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দগাঁও বরিশাল বাজার এলাকায় বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেপ্তার ১

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিদ্যুৎ চুরির অভিযোগে মো. নাসের (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত নাসের চান্দগাঁও এলাকার বিদ্যুৎ চোর চক্রের প্রধান বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তিনি চান্দগাঁও থানার বেপারী পাড়া আব্দুল কাদের বাড়ির মফিজুর রহমান মিতুর ছেলে।

আরও পড়ুন  মা-বোনের ভুমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

জানা গেছে, চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকার মুছা কলোনিতে অবৈধ সংযোগ দেওয়ার খবর পেয়ে অভিযানে নামে বিদ্যুৎ বিভাগ। পুলিশের একটি টিমও তাদের সঙ্গে যোগ দেয়। এসময় একটি বাড়িতে বৈদ্যুতিক মিটারে বাইপাস সংযোগ দেওয়ার সময় হাতেনাতে নাসেরকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নিয়ে আরও বেশ কয়েকটি অবৈধ সংযোগ দেওয়ার তথ্য ও প্রমাণ পাওয়া যায়। পরে নাসেরকে সঙ্গে নিয়ে মুছা কলোনি গলির ভেতরে বহুতল ভবনে ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ।

আরও পড়ুন  বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কালুরঘাট বিদ্যুৎ বিক্রয়-বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে বরিশাল বাজার ও কালুরঘাট ভারী শিল্প এলাকায় বিদ্যুৎ চুরির বিষয়ে অভিযোগ পাচ্ছিলাম। তবে এর সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদের খুঁজে পাচ্ছিলাম না। এঘটনায় আজ (মঙ্গলবার) মো. নাসের নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা করা হয়েছে এবং সেই মামলার ওয়ারেন্টমূলে তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন  চট্টগ্রামে পুলিশ বক্স ভাঙচুর, শিক্ষার্থীদের ধাওয়ায় পালালো ছাত্রলীগ

ট্যাগঃ