ঢাকা, মঙ্গলবার - ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকায় ট্রেনের ধাক্কায় মারা গেলেন আহত যুবক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার কারওয়ান বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (২২) এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মারা যান তিনি। এর আগে রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  তীব্র গ্যাস সংকটে চট্টগ্রামের বাসিন্দারা

ওই যুবককে নিয়ে আসা পথচারী মো. ইব্রাহিম জানান, কারওয়ান বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন  রাঙামাটি বিআরটিএ অফিসে দুদকের অভিযান

তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।

ট্যাগঃ