রাজধানী ঢাকার শেওড়াপাড়া থেকে ১৩ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) মিরপুর মডেল থানার শেওড়াপাড়া আলী ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তারকৃতরা হলেন,- মাহমুদুল হাসান, মো. সোহাগ মিয়া এবং মীম আক্তার। এর মধ্যে মাহমুদুল ও মীম আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী এবং সোহাগ মাহমুদুলের ভাতিজা।
মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার মাহমুদুল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি মূলত ইয়াবা ব্যবসা করেন। তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করেন। আর তার এই কাজে সহযোগিতা করেন তার স্ত্রী মীম এবং ভাতিজা সোহাগ।
স্ত্রী ইয়াবা গোপনে সংরক্ষণ করেন। অন্যদিকে, সোহাগ উবারে গাড়ি চালানোর ছদ্মবেশে তা বিভিন্ন স্থানে পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে শেওড়াপাড়ায় আলী ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে আলমারিতে বিশেষ কায়দায় রক্ষিত ১২ হাজার, সোহাগের কাছ থেকে ৬০০ এবং মীমের কাছ থেকে ৪০০ পিস ইয়াবাসহ মোট ১৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয় জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, উদ্ধার এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩৯ লক্ষ টাকা। গ্রেপ্তার মাহমুদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।