ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

ভুট্টা ক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কাওয়ালিপাড়া মোশারফ নামে এক ব্যক্তির ভ্যান সাতদিন আগে চুরি করেছিল নিহত ওই যুবক। ভ্যান চুরির বিচার হওয়ার কথা ছিল আগামীকাল। কিন্তু তার আগেই তার মরদেহ পাওয়া যায় ভুট্টা ক্ষেতে ।

শুক্রবার (০৩ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের রাধানগর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন  বায়েজিদে দেয়াল ধসে যুবক নিহত

নিহত লিটন হোসেন (২৮) ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

ধামরাই থানার পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর জানতে পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন  রাঙামাটি ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ ৩ পুলিশ সদস্য

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ভুট্টা ক্ষেত থেকে লিটন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ