রাজধানীর তুরাগ থানায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান (৪৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকায় মাদক মামলার আসামি রশিদকে গ্রেপ্তার করতে যান এসআই শাহিনুর রহমান। পরে আসামি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে গুরুতর আহত হন শাহিনুর। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওই পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুরাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকার একটি বাসায় মাদক মামলার আসামি রশিদকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন থানার উপ-পরিদর্শক শাহিনুর রহমান। এতে তার বুক এবং পেটের মাঝামাঝি স্থানে গুরুতর জখম হয়। তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তাকে এক্সরে দেয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
আসামি রশিদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।