ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মোংলায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত চালক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাগেরহাটের মোংলায় ট্রাকের পেছনে ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা শিশুসহ তিনজন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক হারেজ মিয়া (৩৫) যশোর সদরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে। তিনি খুলনার আদদ্বীন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতেন।

আরও পড়ুন  চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসে নিহত ৩

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের জ্যেষ্ঠ ষ্টেশন অফিসার আরবেজ আলী জানান, খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি অ্যাম্বুলেন্স শুক্রবার সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরি সামনে রাখা গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলে মারা যান হারেজ মিয়া। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা শিশুসহ তিনজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বন্দর হাসপাতালে পাঠানো হয়েছে। আর মরদেহ উদ্ধার করে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসকর্মীরা।

আরও পড়ুন  বড় ভাইকে গলা কেটে হত্যা করল ছোট ভাই

মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাদিউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগঃ