ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাঙামাটির লংগদুতে গলায় ফাঁস দিয়ে সাগর বাদশা (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (৪ মার্চ) বিকাল ৪টায় লংগদু উপজেলার ৬ নম্বর মাইনীমুখ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব জারুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাগর বাদশা মাইনীমুখ ইউনিয়নের পূর্ব জারুল বাগানের লিটন খানের ছেলে।

স্বজনদের মাধ্যমে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সাগর বাদশা নিজ ঘরের আড়ের সাথে গলায় মাফলার প্যাঁচিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন  বাঁশখালীর আতঙ্ক সেই লিয়াকত চেয়ারম্যান গ্রেপ্তার

পরে লংগদু থানার উপ-পরিদর্শক মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সকালে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলা মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ী আ. লীগের আরাফাত

ট্যাগঃ