ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে বসতবাড়ি মরেছে ঘুমন্ত বৃদ্ধ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মফিজ উল্যাহ নামে এক বৃদ্ধ নিহত ও একজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ মার্চ) ভোরে লক্ষ্মীপুর পৌরসভার আলিয়া মাদরাসার সামনে সামছুল ইসলাম মিলনের চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন  আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় সেই প্রধান শিক্ষকসহ শিক্ষিকা বরখাস্ত

নিহত মফিজ উল্যাহ সদর উপজেলার রাজিবপুর এলাকার মৃত আমিন উল্যাহর ছেলে।

অগ্নিকাণ্ডের ফলে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুরুতে চায়ের দোকানে আগুন লাগে এবং তা মুহূর্তের মধ্যে বসতবাড়িসহ আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মিলনের চায়ের দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন  যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৭

রঞ্জিত কুমার সাহা বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ