নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) শিবপুর পৌর শহরে নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনায় শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে চেয়ারম্যানের সমর্থকরা।
চেয়ারম্যানের স্বজনরা জানান, বাসার সিঁড়ি বেয়ে ওঠার সময় দুবৃর্ত্তরা হারুনুর রশীদকে গুলি করে পালিয়ে যায়। তার পিঠে দুটি গুলি লেগেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বান চৌধুরীর বলেন, ঘটনাটি শুনেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।