চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচরে পুত্রবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। উড়িরচর চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে বিচ্ছিন্ন একটি ইউনিয়ন।
পুলিশ বলছে, কুলসুমার স্বামী সংসারে টাকা দিতে না পারায় তাকে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তিনদিন অভুক্ত ছিলেন কুলসুমা। অভিযুক্তের নাম নুর ইসলাম।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উড়িরচর তিন নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটলেও মধ্যরাতে জানাজানি হয়।
নিহত পুত্রবধূর নাম বিবি কুলসুমা। নিহত কুলসুমা উড়িরচরের ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। তার বয়স ১৮ বছর। তিন মাস আগে নুর ইসলামের ছেলে আজিম উদ্দিন অন্তরের সাথে কুলসুমার বিয়ে হয়।
কুলসুমার শাশুড়ির বরাতে সন্দ্বীপের উড়িরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহীন মিয়া বলেন, অন্তর ফেনীর একটি মুরগি ফার্মে চাকরি করেন। গত কিছুদিন তিনি সংসারে টাকা দিতে পারছিলেন না। এ কারণে রাগ করে নুর ইসলাম ঘরে রান্না বন্ধ করে দেন। গত তিনদিন ওই ঘরে রান্না বন্ধ ছিল। কুলসুমা ও তার শাশুড়ি এই তিন দিন শসা খেয়ে রোজা রাখছিলেন। একপর্যায়ে অন্তর তার মাকে বলেন কুলসুমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে।
তিনি জানান, বৃহষ্পতিবার সকালে কুলসুমা বাপের বাড়ি যাওয়ার জন্য বের হলে কুলসুমাকে বাধা দেন শ্বশুর নুর ইসলাম। কুলসুমা তখন নুর ইসলামকে জানান অন্তরের কথা মতো সে বাপের বাড়ি যাচ্ছে। এতে ক্ষেপে গিয়ে নুর ইসলাম কুলসুমাকে গলা ধাক্কা ও লাথি দেয়। তিন দিনের অভুক্ত কুলসুমা শশুরের এক লাথিতে ঘটনাস্থলে পড়ে মারা যান।
পরিদর্শক শাহীন মিয়া বলেন, খবর পেয়ে আমরা তখনই ঘটনাস্থলে যাই। নুর ইসলামকে আটক করে সন্দ্বীপ থানায় পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সন্দ্বীপ পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।