সিলেট নগরীর টিলাগড় এলাকার একটি হোস্টেল থেকে শর্মী রানী নাথ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
শর্মী দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের শতেন্দ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
ওসি বলেন, দুপুর দুটার দিকে পুলিশ ওই হোস্টেলের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত শর্মীর মরদেহ উদ্ধার করে। শর্মী এক বছর ধরে এ হোস্টেলের দ্বিতীয় তলায় থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।