ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

হাটহাজারীতে অটোরিক্সা ছিনতাই করে পালানোর চেষ্টা, আটক ১

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে সিএনজি অটোরিক্সা ছিনতাই করে পালানোর সময় সাইমুন (২৮) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে পৌরসদরের ফটিকা ৫নং ওয়ার্ড কামাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক শাহজাহান বিষয়টি নিশ্চিত করেন।

আটক যুবক মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুহুরীহাট এলাকার আবাদ আলী সওদাগর বাড়ির মো: রফিকের পুত্র।

আরও পড়ুন  অবশেষে নিখোঁজ শিশু আয়নীর মরদেহ উদ্ধার

চালক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নাজিরহাট মহাসড়কে সরকারহাট কালী বাড়ির সামনে ৪-৫ জন যুবক ছুরি দেখিয়ে (চট্টগ্রাম-থ ১৪-৭০৯৮) নম্বরের সিএনজি অটোরিক্সা গতিরোধ করে। পরে চালককে মারধর করে মহাসড়কের পাশে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। শুক্রবার ভোরে পৌরসদরের কামালপাড়া খানসামা মসজিদের পাশে দুই যুবক গাড়িটি নিয়ে আসলে এলাকাবাসীর সন্দেহ হয়। এসময় তারা যুবকদের গাড়ির কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে ব্যর্থ হয়। পরবর্তীতে গাড়ির মালিকও জিপিএসের মাধ্যমে গাড়িটির লোকেশন শনাক্ত করে সেখানে উপস্থিত হন। এসময় কৌশলে একজন পালিয়ে গেলেও অপরজনকে পুলিশে সোর্পদ করে স্থানীয় জনতা।

আরও পড়ুন  জামায়াতের ‘অমুসলিম নাগরিক সেবা কমিটি’ গঠন, হিন্দু শাখা নয়

হাটহাজারী মডেল থানা পুলিশের এসআই শাহজাহান বলেন, ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় মামলা রুজু করার পর আটক যুবকের সাথে জড়িত ব্যক্তিকে দ্রুতসময়ের মধ্যে আটকের জন্য অভিযান পরিচালনা করা হবে জানান মডেল থানা পুলিশ।

আলোচিত সংবাদ