হাটহাজারিতে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারি মডেল থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় রাস্তার ঠিক পাশেই এক্সেভেটর দিয়ে একটি আবাদযোগ্য কৃষি জমির মাটি কাটা হচ্ছে। জিজ্ঞাসাবাদে হারুনুর রশিদ তার অপরাধ স্বীকার করেন, পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কৃষি জমি সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।