হাটহাজারিতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় জিন্নাতুন নেসা (৫০) নামে এক নারী মারা গেছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত জিন্নাতুন নেসা পাঁচ মেয়ে ও দুই ছেলেকে নিয়ে শাহজালাল আবাসিক এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে শাহজালাল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় শহরের দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন ওই মহিলা। স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকার লোকেরা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।